ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ভাটপাড়া গ্রাম থেকে মো. হুজাইফা নামে সাড়ে ৫ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রহস্যজনক এই ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশু ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা যায়, প্রতিদিনের মত শিশুটির মা রাবিয়া খাতুন ফজর নামাজের আগে ওজু শেষে ঘরে ঢুকে দেখেন তার শিশু নেই। পরে অনেক খুঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতের পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী সামিনা বেগম ও তার স্বামী মো. হাফিজ ওই শিশুকে হত্যা করে ফেলে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর অপারেশন ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।