Wednesday , October 9 2024
Breaking News

শোয়েব আখতার বাবরকে ‘দলছুট গরু’ বললেন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবরের অধিনায়কত্বে বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’শোয়েব আখতার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৪ রানের পুঁজি নিয়েও জিততে পারেনি পাকিস্তান। ম্যাচটিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্বের ভুল দেখছেন শোয়েব আখতার। বাবরের অধিনায়কত্ব স্কিল নিয়েই প্রশ্ন তুলেছেন শোয়েব।

ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব দুই দলের নানা দিক বিশ্লেষণ করেছেন। শোয়েবের চোখে বাবরকে মনে হয়েছে ‘হারিয়ে যাওয়া গরু’র মতো। যে কিনা কি করতে হবে, তা বুঝে পায় না।
শোয়েব আখতার বলেন, আমার কাছে বাবর আজমকে দলছুট গরু বলে মনে হচ্ছে। সে মাঠে আছে, কিন্তু জানে না কী করতে হবে।’

তিনি আরও বলেন, বাবরের উচিৎ নিজেই সিদ্ধান্ত নেওয়া যা তাকে আগামী দিনগুলোতে ভালো অধিনায়কে পরিণত করবে। তার বোঝা উচিৎ, এখন যেরকম সুযোগ পাচ্ছে এরকম সে আজীবন পাবে না। তাকে তাই সুযোগ কাজে লাগাতে হবে।’

শুধু বাবরই নন, পুরো দলই শোয়েবের সমালোচনার শিকার হয়েছেন। শোয়েব বলেছেন, ‘পাকিস্তানি খেলোয়াড়রা এখন জৈব অরক্ষিত এলাকায় খেলছে, এখানে খেলোয়াড়রা নিরাপদ নয়। তারা ভাবছেই না তারা ভালো খেলোয়াড়, ভালো অধিনায়ক হবে কি না। সংশয়ে ভরা দল বাছাই, দ্বিধান্বিত ম্যানেজমেন্ট, সংশয়ে থাকা অধিনায়ক, দ্বিধান্বিত দল- সবকিছুতেই শুধু দ্বিধা আর সংশয়। এভাবে দল সাজানো হয় না। একটা পরিকল্পনা ধরে আগানো উচিৎ।’

বাবরকে বলা হয় বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। খুব বেশি দিন হয়নি তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন।

সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.