বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলুকে সভাপতি, কানাই চক্রবর্ত্তী নির্বাহী সভাপতি ও মো. আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করে বিশেষায়িত সংগঠন সংযোগ সন্দ্বীপের ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাজধানীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত সভায় সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মো. আবু সুয়িান (সাবেক জেলা জজ) এ কমিটি ঘোষণা করেন।
পৃথিবীর যে প্রান্তেই সন্দ্বীপের লোকজন তাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সন্দ্বীপের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরাই সংযোগ সন্দ্বীপের প্রধান লক্ষ্য।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি পরিষদ বিনয় গোপাল রায়, মোশাররফ হোসেন রিপন, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান, মো. নুরুল আমিন, আলাউদ্দিন মাহমুদ সমীর, জামাল হোসাইন মনজু (চট্টগ্রাম), অধ্যাপক সিরাজুল মাওলা (সন্দ্বীপ)।
যুগ্ম সাধারণ সম্পাদক ১. মুজিব মাসুদ ২. ইকবাল করিম নিশান ৩. ইউসুফ জামিল ।
অর্থসম্পাদক- আবদুল আলীম সোহাগ, ব্যাবস্থাপনা সম্পাদক- শওকত আলী, আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক-দিদারুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শিরীন সুলতানা, দফতর সম্পাদক- কামরুল হাসান রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মিজানুর রহমান টিটো, তথ্য ও গবেষনা সম্পাদক- ইঞ্জিনিয়ার মো. মাকসুদের রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক- অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, নারী শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডা. সুরাইয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক- শারমিন মুস্তারী (সহযোগী অধ্যাপক চবি), বিজ্ঞান প্রযুক্তি এবং প্রশিক্ষন বিষয়ক সম্পাদক- মো. সফিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক- মো. আওরঙ্গজেব মিনহাজ, আর্ন্তজাতিক বিষয়ক- মো. সাজ্জাদুল মাওলা তুষার এবং সমাজকল্যাণ সম্পাদক- এ আর সোহেল।
কমিটির সদস্যরা হলেন- মো. আবু সুফিয়ান, মোহাম্মদ সামছুল কবির, তপন চন্দ্র বণিক, ডা. জিল্লুর রহমান, দিদারুল আলম, ডা. শামস মোহাম্মদ নোমান, মেজর (অব.) মাসুদুর রহমান, আবুল হোসেন, নাজমুল হুদা আহমেদ, দিলীপ নন্দী, রিন্টু চৌধুরী, তুলি ব্যানার্জ্জী, এস এম সাজ্জেদ্বীন, সাহেদা আক্তার নাজু, মো. সুলতান মাহমুদ, ইসমত আরা সুলতানা সুরাইয়া (সরাসরি), সাগর শাহনেওয়াজ (সরাসরি), অধ্যাপক বিরঞ্জন (চট্রগ্রাম), রুহুল মহিদ চৌধুরী পিন্টু (চট্রগ্রাম), আফতাব উদ্দিন ডিকেন্স (চট্টগ্রাম), জহিরুল ইসলাম (সন্দ্বীপ), নীলাঞ্জন বিদ্যুৎ (সন্দ্বীপ), আবদুল আউয়াল সবুজ (ফেনী), হাসিমুল কবির লোটন (গাম্বিয়া), মোকাম্মেল আলম (যুক্ত রাজ্য), সিরাজুল ইসলাম (যুক্তরাজ্য), রাজিউল ইসলাম সুমন (অস্ট্রেলিয়া), অসীম সোম (কানাডা), বিনিতা ফখরুন নাহার রুপা (সুইডেন ), আনোয়ার সেলিম (যুক্তরাষ্ট্র)।
সংগঠনের স্থায়ী কমিটির সদস্যরা হলেন- আলী হায়দার চৌধুরী বাবলু, মো. আবু সুফিয়ান, মোহাম্মদ সামছুল কবির, তপন চন্দ্র বণিক, কানাই চক্রবর্ত্তী, মোশাররফ হোসেন রিপন, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান, বিনয় গোপাল রায়, মো. নুরুল আমীন, শিরীন সুলতানা, শওকত আলী এবং ইকবাল করিম নিশান।
সভায় আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ এবং অভিষেকের সিদ্ধান্ত হয়।