অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) মিয়ানমারকে কালো তালিকাভুক্ত করেছে। সেই সাথে সংস্থাটি তার সদস্য রাষ্ট্রকে মিয়ানমারের সাথে বাণিজ্যিক ও লেনদেনের সম্পর্ক কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
অর্থপাচার রোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মিয়ানমারকে কালো তালিকায় ফেলা হয়েছে।এফএটিএফ জানিয়েছে, মেয়াদ শেষ হয়ে গেলেও কার্যকরী পরিকল্পনা বাস্তবায়নে বাহানা করায় মিয়ানমারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার অর্থপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
অর্থপাচার রোধে মিয়ানমারের গোয়েন্দা সংস্থাকেও আরও তৎপর হতেও বলেছে এই পর্যবেক্ষক সংস্থা। আর এসব পরিকল্পনা বাস্তবায়ন না হলে মিয়ানমারকে কালো তালিকায় রেখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।