ভারতে ক্রমেই কমতে শুরু করেছে স্বর্ণের দাম। উৎসবের মৌসুমের আগে স্বর্ণের দামের কমতি বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে শুরু করেছে। অন্যদিকে, বাজারে সোনার দাম কনতে থাকায় বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ। ভারতের এমসিএক্স ফিচারে সোনার দাম দাঁড়িয়েছে ৫০,৭৭১ রুপি। এদিন ১০ গ্রামের হিসাবে ০.১ শতাংশ কমতে শুরু করে সোনার দাম।
জানা গেছে, বিশ্ববাজারেও এদিন সোনার দাম অনেকটাই কমতিতে ছিল। বিশ্ববাজারে দাম ১.৪ শতাংশ কমেছে। এর প্রভাব বিশ্বের অনেক দেশের স্বর্ণের বাজারেও পড়েছে। এদিকে, ভারতে রুপার দাম এদিন এমসিএক্স ফিচারে ০.০৫ শতাংশ পড়েছে। ফলে এক কেজিতে রুপার দাম ৬৮, ২৮৭ রুপি হয়েছে। এই নিয়ে পর পর দিনে নামল রুপার দর।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২২ ক্যারেটে কলকাতায় সোনার দাম আজ ৪৯,৯৯০ রুপি ছিল। উল্লেখ্য, অন্যান্য শহরও ২২ ক্যারেটের দাম এমনই হারে বজায় রেখেছে আজ। কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৫২, ৬৯০ রুপি হয়েছে। চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে ছিল ৪৮, ৭৭০ রুপি। ২৪ ক্যারেটে ছিল ৫৩, ২০০ রুপি। মুম্বাইতে সোনার দাম আজ ২২ ক্যারেটে ছিল ৪৯, ৩৪০ রুপি। ২৪ ক্যারেটে ৫০,৩৪০ রুপি। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৯৬০০ রুপি। ২৪ ক্যারেটে ৫৪,১১০ রুপি ছিল।