Wednesday , September 11 2024
Breaking News

৩০ দফা দাবিতে উপাচার্যের কাছে ঢাবি ছাত্রলীগের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন করাসহ ৩০ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাবি ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে: আবাসিক হলগুলোর ক্যান্টিনে ভর্তুকি ও রেশনিংয়ের মাধ্যমে স্বল্পমূল্যে মানসম্মত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা, প্রতিটি হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা, অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাস ও ট্রিপসংখ্যা বাড়ানো, যাবতীয় প্রশাসনিক ও দাফতরিক কর্মকাণ্ডে অটোমেশন ও মোবাইল ব্যাংকিংয়ে ব্যবস্থা করা।

অন্যান্য দাবি হচ্ছে: ঢাবি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে আবাসন সংকটের স্থায়ী সমাধান করা, বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড বিস্তৃতকরণে প্রয়োজনীয় প্রশাসনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক সহায়তা বাড়ানো, শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য স্বয়ংসম্পূর্ণ চিকিৎসাকেন্দ্র নির্মাণ ও সুলভে প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির লক্ষ্যে ফার্মেসি চালু করা।

এ ছাড়াও দাবিগুলোর মধ্যে রয়েছে: পরীক্ষার ফলাফল নিয়ে সৃষ্ট জটিলতা শূন্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, ক্যাম্পাসের সর্বত্র উচ্চগতির ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, চতুর্থ শিল্পবিপ্লব সফল করতে একাধিক বিশেষায়িত ল্যাব যেমন- রোবটিকস ল্যাব, কৃত্রিম বুদি্ধমত্তার ল্যাব, অ্যাডভান্সড কম্পিউটিং ল্যাব ও ডিএলএসআই ল্যাব স্থাপন।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার নীতিমালা তৈরি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, ২৪ ঘণ্টা কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম চালু রাখা, মেয়েদের হলে প্রবেশের সময়সীমা বাড়ানো এবং মেট্রোরেলে ‘ঢাবি শিক্ষার্থী পাস’ চালু করারও দাবি জানানো হয়।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.